ডিসি স্টুডিওসের কর্ণধার জেমস গান ঘোষণা করেছেন, তাঁর ব্লকবাস্টার হিট ‘সুপারম্যান’-এর সিক্যুয়েল নির্মাণ হতে যাচ্ছে। নতুন সিনেমার নাম ‘ম্যান অফ টুমরো’ এবং এটি ২০২৭ সালের ৯ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে।

সুপারম্যান চরিত্রে থাকছেন ডেভিড কোহেনসওয়েট

জেমস গান নিজেই তাঁর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এই খবর নিশ্চিত করেছেন। নতুন সিনেমায় সুপারম্যান চরিত্রে আগের মতোই থাকছেন ডেভিড কোহেনসওয়েট।

লিক্স লুথরের প্রত্যক্ষ মুখোমুখি সংঘাত

জেমস গান পোস্টে সুপারম্যান এবং লিক্স লুথরের একটি কমিক বইয়ের ছবি শেয়ার করেছেন। এতে ইঙ্গিত দেওয়া হয়েছে, নতুন সিনেমায় লুথর সরাসরি সুপারম্যানের সঙ্গে যুদ্ধে নামবেন। আগের সিনেমায় তিনি ক্লোন ব্যবহার করে ব্যর্থ হয়েছিলেন, এবার নিজেই অত্যাধুনিক স্যুটে মাঠে নামবেন।

চিত্রনাট্য ও পরিচালনা জেমস গানের

নতুন সিনেমার চিত্রনাট্য লিখবেন এবং পরিচালনা করবেন জেমস গান।

আগের সিনেমার সাফল্য

চলতি বছর ১১ জুলাই মুক্তি পাওয়া ‘সুপারম্যান’ বিশ্বব্যাপী ৬১১ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে, বছরের সর্বোচ্চ আয় করা সুপারহিরো সিনেমার তালিকায় জায়গা করে নেয়।

ডিসি ইউনিভার্সের আরও সিনেমা

‘ম্যান অফ টুমরো’ মুক্তির আগে ২০২৬ সালে ডিসি ইউনিভার্সের আরও দুটি সিনেমা মুক্তি পেতে চলেছে—

  • মিলি অ্যালকক অভিনীত ‘সুপারগার্ল’

  • জেমস ওয়াটকিন্স পরিচালিত হরর ফিল্ম ‘ক্লেফেস’

বিডি প্রতিদিন/আশিক 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews