মেয়েদের ব্যাটিংয়ে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে ফিরলেন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা। ২০১৯ সালের পর প্রথমবার শীর্ষে তিনি। তার রেটিং পয়েন্ট ৭২৭। ১৭ রেটিং পয়েন্ট হারিয়ে দক্ষিণ আফ্রিকার লরা উলভারডট (৭১৭) নেমে গেছেন এক ধাপ। ইংল্যান্ডের ন্যাট শিভার-ব্রান্টের সঙ্গে যৌথভাবে দুই নম্বরে তিনি।

মে মাসের শুরুতে স্মৃতি ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকা ও শীলঙ্কার বিপক্ষে নিজের শেষ দুই ওয়ানডেতে ৫১ ও ১১৬ রান করেন।

ইংল্যান্ডের অ্যামি জোন্স ও অস্ট্রেলিয়া অলরাউন্ডার এলিসে পেরি আছেন শীর্ষ পাঁচে। সেরা দশে একমাত্র ভারতীয় স্মৃতি। 

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোন আগের মতো শীর্ষে। অলরাউন্ডারদের তালিকাতেও শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews