বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ দল। তবে খেলা না থাকলেও বিশ্রামের ফুসরত নেই ক্রিকেটারদের, বিশেষ ক্যাম্প করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না চাওয়ায় টাইগারদের বাদ দিয়েই আসরটি আয়োজন করছে আইসিসি। তাদের বদলে খেলছে স্কটল্যান্ড।

যেহেতু বিশ্বকাপে বাংলাদেশ দল খেলছে না সেক্ষেত্রে এ ফাঁকা সময়ে কী করবেন ক্রিকেটাররা? ছুটিতেই থাকবেন কী তারা? এমন প্রশ্ন ছিল সবার। এবার তার উত্তর জানাল বিসিবি।

জানা গেল, আগামী ১ ফেব্রুয়ারি থেকে জাতীয় দলে থাকা এবং জাতীয় দলের পুলে থাকা ক্রিকেটারদের নিয়ে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। যা চলবে সপ্তাহখানেক ধরে।

বুধবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ ও সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস এ প্রসঙ্গে সম্ভাব্য পরিকল্পনা জানান।

গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘ক্রিকেটারদের একটা ফিটনেস ক্যাম্প হতে পারে। দেশের কোচ-ট্রেইনাররা তো আছেনই। দু’-তিন দিনের মধ্যেই আপনারা বিস্তারিত জানতে পারবেন।’

ফাঁকা সময়ে নতুন টুর্নামেন্ট আসার কথা থাকলেও নির্বাচনের আগে উল্লেখযোগ্য কোনো আসর কিংবা নতুন কোনো টুর্নামেন্ট হচ্ছে না। নির্বাচনের পর বিসিএলের এক দিনের ম্যাচের টুর্নামেন্ট আয়োজনের ভাবনা আছে বোর্ডের।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews