জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার আরামনগর এলাকায় বউ বদলের ঘটনা ঘটেছে। তাও আবার আপন দুই ভাইয়ের মাঝে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। অন্যদিকে ঘটনাটি জানাজানির পর থেকেই বিব্রত পরিস্থিতিতে পড়তে হচ্ছে ছেলের বাবা আব্দুল ওয়ারেছকে। প্রতিদিনই তাদের বাড়িতে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার আরামনগর এলাকায় আব্দুল ওয়ারেছ আলীর ছেলে মজনু মিয়া ও ইউসুফ আলী। বড় ছেলে মজনু মিয়ার সঙ্গে সামাজিক ও ধর্মীয় রীতি মোতাবেক সালমা বেগমের বিয়ে হয়।

অন্যদিকে ছোট ছেলে ইউসুফ আলী বিয়ে করেন নাছিমা আক্তারকে। এক পর্যায়ে ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে গোপন সম্পর্ক তৈরি হয় বড় ভাই মজনু মিয়ার। সবার অগোচরে কিছুদিন তাদের মধ্যে মন দেওয়া-নেওয়া চলে।

এক পর্যায়ে তারা একে অন্যের হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এদিকে বাড়িতে থেকে যান ছোট ভাই ইউসুফ আলী ও বড় ভাইয়ের স্ত্রী সালমা বেগম। পরে মজনু মিয়ার ওপর প্রতিশোধ নিতে তারা দু’জন বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এলাকাবাসী জানায়, এক মাস পূর্বে বড় ভাই মজনু মিয়া তার স্ত্রী সালমা বেগমকে রেখে ছোট ভাইয়ের স্ত্রী নাছিমাকে নিয়ে পালিয়ে বিয়ে করে। বর্তমানে তারা নারায়ণগঞ্জে বসবাস করছে। এদিকে এর প্রতিশোধ নিতে ছোট ভাই ইউসুফ আলী এবং বড় ভাইয়ের স্ত্রী সালমা বেগম বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে বাড়িঘর ছেড়ে ঢাকায় আশ্রয় নেন। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরে জানাজানি হওয়ায় বিব্রতকর অবস্থায় পড়েছেন তাদের বাবা আব্দুল ওয়ারেছ আলী।

এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর সোহেল রানা বলেন, দুই ভাইয়ের মধ্যে বউ বদলের ঘটনা শুনেছি। ঘটনাটি সত্যি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews