হলিউড তারকা জর্জ ক্লুনি বলছেন, তিনি আর বড় পর্দায় রোম্যান্সে আগ্রহী নন। সম্প্রতি ডেইলি মেইলের সঙ্গে এক সাক্ষাৎকারে ক্লুনি জানিয়েছেন, স্ত্রী আমাল ক্লুনির সঙ্গে আলোচনা করার পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন, সিনেমায় আর ‘মেয়েদের চুম্বন করবেন না।’
জর্জ ক্লুনি বলেন, ‘আমি চেষ্টা করছি পল নিউম্যানের মতো পথ অনুসরণ করতে—আর মেয়েদের চুম্বন করছি না। যখন আমি ৬০–এ পৌঁছালাম, আমি আমার স্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বললাম। আমি বললাম, দেখো, আমি এখনো বাস্কেটবল খেলতে পারি। আমি ২৫ বছরের ছেলেদের সঙ্গে খেলে থাকি। শারীরিকভাবে ফিট আছি। কিন্তু ২৫ বছর পরে আমি ৮৫ বছর বয়সী হব।’