ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতে পালানোর চেষ্টা করছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীনকে পুলিশের হাতে ধরা পড়েছে। শনিবার দুপুরে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রাম থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় রিয়াজ উদ্দীনের সঙ্গে সীমান্ত এলাকায় দালাল হিসেবে পরিচিত ফয়েজ উদ্দীন ও মিনহাজ উদ্দীনকেও আটক করা হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ অর্থ নিয়ে ভারতে পালানোর সময় রিয়াজ উদ্দীন অজ্ঞাত ব্যক্তিদের হাতে আটক হন। পরে ওই ব্যক্তিরা তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে তাকে মহেশপুরের দালালদের কাছে দিয়ে দেয়। শনিবার স্থানীয়রা বিষয়টি জেনে তিন দালালসহ রিয়াজ উদ্দীনকে আটক করে পুলিশকে খবর দেয়।

মহেশপুর ৫৮ বিজিবি ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ চলছে এবং রিয়াজ উদ্দীনের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে কর্নেল রফিকুল আলম জানান, স্থানীয়রা নিজ উদ্যোগে তাদের আটক করে পুলিশে হস্তান্তর করেছে এবং তারা এখন থানা পুলিশের হেফাজতে রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews