চোটের কারণে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারছেন না জোফরা আর্চার। তবে এর মধ্যেই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-২০ লিগে নিজের নাম লিখিয়ে ফেলেছেন ইংলিশ পেসার। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—তাহলে কি টেস্ট নয়, ছোট ফরম্যাটেই বেশি আগ্রহ তার?
আর্চারের চোট নতুন নয়। কোমর ও কনুইয়ের ইনজুরিতে তিনি প্রায় চার বছর লাল বলের ক্রিকেটের বাইরে ছিলেন। এবার আইপিএলে ফেরার পর ফের চোটে পড়েন আঙুলে। সেই চোট এখনো পুরোপুরি সারেনি। তবুও তিনি জানিয়ে দিয়েছেন, বিগ ব্যাশের পুরো মৌসুম খেলতে পারবেন।
ইংল্যান্ড জাতীয় দলে না খেলতে পারলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার এই সিদ্ধান্তে অনেকেই বিস্মিত। কেউ বলছেন, ধকল কম হওয়ায় টি-২০-তেই মনোযোগ দিচ্ছেন আর্চার। আবার অনেকে মনে করেন, সামনে টি-২০ বিশ্বকাপ। দলে জায়গা পাকা করতে বিগ ব্যাশই হতে পারে তার শেষ সুযোগ।
তবে যেটাই হোক, জাতীয় দলের বাইরে থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নাম লেখানোয় আর্চারকে ঘিরে বিতর্ক যে জোরালো হয়েছে, তা বলাই বাহুল্য।