মাইক্রোসফটের আয়ে দীর্ঘদিন ধরেই বড় অবদান রেখেছে এর ক্লাউড বিভাগ, যে বিভাগটি এক সময় সাত্যিয়া নাদেলা চালিয়েছেন। ছবি: মাইক্রোসফট

মাইক্রোসফটের আয়ে দীর্ঘদিন ধরেই বড় অবদান রেখেছে এর ক্লাউড বিভাগ, যে বিভাগটি এক সময় সাত্যিয়া নাদেলা চালিয়েছেন। ছবি: মাইক্রোসফট

টেক জায়ান্ট মাইক্রোসফট প্রথমবারের মত চার ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য ছুঁয়েছে। এনভিডিয়ার পর বিশ্বের দ্বিতীয় কোম্পানি হিসেবে মাইক্রোসফট এই মাইলফলক অতিক্রম করল।

ওয়াশিংটন অঙ্গরাজ্যের রেডমন্ডভিত্তিক এই সফটওয়্যার জায়ান্ট চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে তিন হাজার কোটি ডলারের রেকর্ড মূলধন ব্যয়ের এবং বুধবার অ্যাজিউর ক্লাউড কম্পিউটিংয়ে বিক্রি বাড়ার পূর্বাভাস দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

মাইক্রোসফট প্রথমবার এক ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছিল ২০১৯ এর এপ্রিলে। অন্যান্য টেক জায়ান্টের তুলনায় এর বাজারমূল্য তিন ট্রিলিয়নে পৌঁছাতে সময় লেগেছিল বেশি, যেখানে চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া মাত্র এক বছরেই তার মূল্য তিনগুণ বাড়িয়ে গত ৯ জুলাই চার ট্রিলিয়নের মাইলফলক স্পর্শ করেছে।

যুক্তরাষ্ট্র ও তার বাণিজ্য অংশীদারদের মধ্যে সাম্প্রতিক আলোচনায় অগ্রগতি হওয়ায় এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ১ অগাস্টে শুল্কের সময়সীমার আগে প্রত্যাশা বাড়ায় শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ৫০০ শীর্ষ স্থানীয় কোম্পানির সূচক ‘এসঅ্যান্ডপি ৫০০’ ও নাসডাক সূচক নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

বৈশ্বিক বাজার ট্রাম্পের শুল্ক নীতির ধাক্কার ঘটনাটি ঘটেছিল এপ্রিলে। মার্কিন দ্বিতীয় বৃহত্তম কোম্পানি মাইক্রোসফট সে সময়ের বড় পতন থেকে গত কয়েক মাসে প্রায় ৫০ শতাংশ সামাল দিতে পেরেছে।

ওপেনএআইয়ে মাইক্রোসফটের শত শত কোটি ডলারের বিনিয়োগ এখন পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। সর্বাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে তারা অফিস স্যুট ও অ্যাজিউর সেবা আরও সমৃদ্ধ করেছে। এর ফলে ২০২২ সালের শেষের দিকে চ্যাটজিপিটি চালুর পর থেকে কোম্পানির শেয়ারমূল্য দ্বিগুণেরও বেশি হয়েছে।

ওপেনএআইয়ের মডেলে একচেটিয়া প্রবেশাধিকারের কারণে মাইক্রোসফট এখন জেনারেটিভ এআই দুনিয়ার শীর্ষে। দীর্ঘদিন ধরেই তাদের অ্যাজিউর ক্লাউড ব্যবসা কোম্পানির আয়ের শীর্ষ উৎস, যা গুগল ও অ্যামাজনের ক্লাউড সেবার তুলনায় প্রযুক্তি বাজারে মাইক্রোসফটের অবস্থানকে আরও মজবুত করেছে।

মাইক্রোসফটের এ মাইলফলকে পৌঁছানোর প্রতিবেদনে রয়টার্স লিখেছে, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে মাইক্রোসফটের একের পর এক রেকর্ড আয় কোম্পানিটির ওপর ওয়াল স্ট্রিটের আস্থা ধরে রেখেছে। একইসঙ্গে কর্মী ছাঁটাই ও এআইতে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত শেয়ারমূল্যের এই উত্থানকে আরও বাড়িয়ে তুলছে।

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রে চলতি অস্থিরতায় বিনিয়োগকারীরা তাদের গাঁট না খুললেও, মাইক্রোসফটের বিশাল আয় দেখিয়েছে যে, শুল্ক এখনো তাদের ব্যবসায় বড় কোনো প্রভাব ফেলতে পারেনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews