১৬ বছর আগে এক বাইক দুর্ঘটনায় মারা যান শ্রীজাতের আদরের ছোট ভাই পুশকিন। এর পর থেকেই শ্রীজাত শোনা বন্ধ করে দেন কেকের গান। আর সেই থেকে কেকে তাঁর শত্রু। এই গানগুলো শ্রীজাতের দুই চোখের বিষ। তখন থেকেই কেকের অসামান্য সুরেলা আর টান টান দরাজ কণ্ঠ থেকে পালিয়ে বেড়ান তিনি। তিনি বলেন, ‘কেউ জানে না, কিন্তু ১৬ বছর ধরে এই একজন মানুষের গানের কাছ থেকে পালাই আমি। পিঠ বাঁচিয়ে, মন বাঁচিয়ে, চোখ বাঁচিয়ে।’