উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। তিনি বলেছেন, আলোচনা তখনই হবে, যখন মার্কিন প্রেসিডেন্ট ‘প্রকৃত’ অর্থে আলোচনা করতে চায়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তেহরানে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। কালিবাফ বলেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্র সব সময় অন্যদের উপর নিজের ইচ্ছা চাপিয়ে দেন। স্থিতিশীলতা রক্ষায় ইরান ‘প্রকৃত’ অর্থে আলোচনার প্রস্তুত। তবে আপোস করে আলোচনা হতে পারে না।

দেশজুড়ে চলা সহিংস আন্দোলনের জন্য বিদেশী শক্তিতে দোষারোপ করেন কালিবাফ। তিনি বলেন, সহিংসতার জন্য বিদেশী শক্তি দায়ী। তার নানাভাবে উস্কানি দিয়ে আন্দোলনে সহিংসতা বৃদ্ধি করেছে। জড়িতদের দ্রুত বিচারের প্রতিশ্রুতি দিয়ে কালিবাফ সতর্ক করে দেন, সরকার অস্থিরতায় শহীদ হওয়া ৩০০ নিরাপত্তা কর্মকর্তার রক্তের প্রতিশোধ নিতে ‘কখনও পিছপা হবে না’।

তিনি বলেন, দেশের অভ্যন্তরে অর্থনৈতিক সংকট রয়েছে, যার মধ্যে কিছু দেশে অব্যবস্থাপনার কারণে হতে পারে। এর জন্য মার্কিন নিষেধাজ্ঞা দায়ী।

কালিবাফ ওয়াশিংটনকে সতর্ক করে দেন,যদি ইরানে আক্রমণ করা হয় তবে প্রতিশোধ নেবে, যার ফলে হাজার হাজার আমেরিকান সেনা ঝুঁকির মুখে পড়বে। হয়তো ট্রাম্প যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু তার উপর তার নিয়ন্ত্রণ নেই বলেও জানান কালিবাফ।

বিডি প্রতিদিন/কামাল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews