বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে শনিবার নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন স্থানে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা, সভা শোক র‌্যালি দোয়া মাহফিল অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। সভায় বক্তরা তরুণদের নিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান :

মঠবাড়িয়ায় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন পিরোজপুর জেলা বিএনপি আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব কাজী ওয়াহিদুজ্জামান লাভলু। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা জাকির হোসেন।

গফরগাঁওয়ে দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানার উদ্যোগে পাইথল ইউনিয়নের গয়েশপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক তৃণমূলের দরিদ্র জনগোষ্ঠীর নারী, পুরুষদের এই চিকিৎসা সেবা দেন। 

উপস্থিত ছিলেন পাইথল ইউপির সাবেক চেয়ারম্যান শেখ ইসহাক, লংগাইর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ শেখ, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আজহারুল হক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ সাদেক।

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠুর সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাকিবুল ইসলাম রাকিব, লিটন বিশ্বাস, সেখ সুলতান মাসুদ, সাকিব মিয়া রাকিব, নাহিদুজ্জামান নাহিদ, প্লাবন শেখ পিলু, সাজ্জাদ হোসেন, ইদ্রিস ব্যাপারী। 

খাগড়াছড়িতে শোক র‌্যালি, পুষ্পমাল্য অর্পণ, আলোচনা ও বইমেলা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সম্পাদক এমএন আবছার। 

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বেলাল হোসেন, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক মালেক মিন্টু, মোশাররফ হোসেন, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন।

জয়পুরহাটে জেলা কৃষক দলের উদ্যোগে ৫০০ জনের মধ্যে গাছের চারা বিতরণ ও জেলা জিয়া পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ গাছের চারা (বৃক্ষ চারা) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন- বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন। 

এতে বিশেষ অতিথি ছিলেন-জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও আহ্বায়ক আব্দুল ওয়াহাব।

সুজানগরে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও সম্পাদক জসিম বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, আহবায়ক এবিএম তৌফিক হাসান, সদস্য সচিব শেখ আব্দুর রউফ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাজাহান আলী শেখ প্রমুখ। শেষে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে তবারক বিতরণ করা হয়।

বরিশালে সভা, কাঙ্গালি ভোজ ও দোয়া মোনাজাত হয়েছে। এরপর দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার উপস্থিত ছিলেন। 

সিংগাইরে উপজেলা বিএনপির সম্পাদক দেওয়ান মো. মাহবুবুর রহমান মিঠুর সঞ্চালনায় পৌর বিএনপির সভাপতি খোরশেদ আলম ভূঁইয়া জয়ের সভাপতিত্বে সভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আসাদুল্লাহ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজেদুল আলম তালুকদার স্বাধীন, দপ্তর সম্পাদক আউয়াল শরিফ খোকন, সিংগাইর সরকারি কলেজের সাবেক ভিপি মহসীনুর রহমান।

ডামুড্যায় পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক মাঝিথ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি সৈয়দ মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন বিএনপির নেতা ডাক্তার আব্দুর জাহের, মো, লিটন সিকদার, সৈয়দ নীরব, যুবদল নেতা  কমল বেপারী, রাজা বেপারী প্রমুখ।

ইসলামপুরে ঘূর্ণিঝড় ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম সাপধারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরী সভাপতিত্তে বিশেষ অতিথি ও জেলা বিএনপির সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এজিএম সাখাওয়াত হোসেন প্রিন্সিপাল অফিসার ওসমান গনি উপজেলা বিএনপির সহ সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

কালিহাতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এলেঙ্গা শামছুল হক কলেজ মাঠে কালিহাতীর পৌর বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন বিশুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আমিনুর ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন। 

বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হালিম মিয়া, ড্যাব নেতা অধ্যাপক ডাঃ শাহ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি একেএম আব্দুল আওয়াল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এসএম এ খালিদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews