সদ্য বিদায়ী আগস্ট মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়। তবে এর প্রভাব খুব বেশি পড়েনি বাংলাদেশের উপকূলে। সর্বশেষ গত ২৭ আগস্ট সাগরে লঘুচাপ সৃষ্টি হয়। এর উৎপত্তি হয় মূলত ভারতের ওডিশা উপকূলে। একপর্যায়ে এই লঘুচাপ ছত্তিশগড়ের দিকে চলে যায়। এর প্রভাব একেবারেই পড়েনি বংলাদেশের উপকূলে। বরং এর পর থেকেই দেশের বিভিন্ন স্থানে বাড়তে থাকে গরম। গত শনিবার দু–এক দফায় রাজধানীতে বৃষ্টি হলেও গরম খুব একটা কমেনি। গতকাল রোববারও বৃষ্টি হয়। কিন্তু আজ বৃষ্টি নেই। আবার গরমের মাত্রাও বেড়ে গেছে অত্যধিক। গতকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি গেছে কমে।

আবহাওয়া অফিস প্রতিদিন দেশের ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এর মধ্যে ৮টি স্টেশনে বৃষ্টি হয়। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয় নওগাঁর বদলগাছীতে, ৫৭ মিলিমিটার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews