শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষা করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছেন হাজী উমর আলী মিস্ত্রী (৬০) নামের এক কৃষক।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১১ টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত উমর আলী ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। গভীর রাতেই পাহাড়ের ঢাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে তার স্বজনরা।

জানা গেছে, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি গ্রামের পাহাড়ি ঢালে রোপিত বোরোধান ক্ষেতে গত প্রায় ৩ দিন যাবত প্রায় ৪০/৪৫ টি বন্যহাতির পাল নেমে এসে ফসল খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে আসছিল। বৃহস্পতিবার রাতেও ওই হাতির পালটি বাতকুচি গ্রামের পানার খোল নামক পাহাড়ি গোপে রোপিত বোরো ধান খেতে চলে আসে। 

এ সময় উমর আলী মিস্ত্রসীহ গ্রামবাসীরা তাদের ফসল বাঁচানোর জন্য মশাল জ্বালিয়ে ডাক চিৎকার করে ওই এলাকায় প্রতিরোধ গড়ে তুলেন। এক পর্যায়ে বন্যহাতির পালটি একটু পিছু হটলে নিজ বাড়ির দিকে আসতে থাকেন উমর আলী। পথিমধ্যেই পাহাড়ে লুকিয়ে থাকা ওই হাতির পালটি উমর আলীকে ঘিরে ফেলে পা দিয়ে পিষ্ট করে ঘটনাস্থলেই নিহত করে। 

পরে রাতেই স্বজনরা ঘটনাস্থল থেকে উমর আলীর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেষ্ট রেঞ্জকর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাতির পায়ে পিষ্ট হয়ে নিহত উমর আলীর পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে সরকারীভাবে ৩ লাখ টাকা ক্ষতিপুরণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews