২৯ January ২০২৬ Thursday ৩:৩৮:০৯ PM Print this E-mail this

বরগুনা ২: শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী

বেতাগী ((বরগুনা) প্রতিনিধি:

শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না বলে মন্তব্য করেছেন বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান আহমদ। 

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া এলাকায় এক নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।  

ডা. সুলতান আহমদ বলেন, মানুষের এবার চেতনা দুর্নীতিমুক্ত। আর দুর্নীতিমুক্ত করতে হলে জামায়াতে ইসলামী দরকার। সৎ এবং যোগ্য লোক দরকার। এই জিনিসটি অন্যরাও করেছে, তবে জামায়াতে ইসলামী ব্যাপকভাবে করতে পেরেছে। কারণ শুধু সৎ লোক দিয়ে সরকার চলে না, মিনিস্ট্রি চলে না, ইউনিভার্সিটি চলে না। আর শুধু যোগ্য লোক দিয়েও চলে না। বাংলাদেশে যোগ্য লোকের অভাব নেই। কিন্তু দুর্নীতিও দূর হয় না, দেশেরও উন্নয়ন হয় না। কেন হয় না? দুর্নীতি প্রতিটি জায়গায়।

জনসভায় হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, সনাতন ধর্মীয় ভাইয়েরা, আগে আমাদের বিপক্ষে একটা কথা সবসময় ছড়ানো হতো যে, আমরা হিন্দু বিদ্বেষী। আলহামদুলিল্লাহ, শুধু স্বাধীনের পর নয়; ১৯৪৭ এর পর থেকে পরিসংখ্যান নিয়ে দেখা গেছে এ দেশে জামায়াতে ইসলাম তো বটেই, কোন আলেম-ওলামা কোনো হিন্দুর বাড়ি দখল করেনি, কোন হিন্দু নারীর প্রতি কটাক্ষ করেনি, কোন হিন্দুর জমি দখল করেনি। আমরা স্বাধীনতার পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে, আমরা মুক্তির পক্ষে। আসুন, আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করি। 

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহ যদি আমাকে বৃহত্তর সুযোগ দেয় তাহলে বরগুনায় একটি মেডিকেল কলেজ, একটি প্রাইভেট বা সরকারি বিশ্ববিদ্যালয় আর এই তিনটি উপজেলার (পাথরঘাটা, বামনা, বেতাগী) স্বাস্থ্যকেন্দ্রর উন্নয়নে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব।

জনসভায় নিজের প্রসঙ্গে ডা. সুলতান বলেন, সব লোকে বলে ভালো মানুষ। সবাই বলে লোকটা সৎ, নীতিবান, সাদা মনের মানুষ- এতে কেউ সন্দেহ করে না। এরকম একজন প্রার্থীকে পেয়েও যদি আপনারা কাজে লাগাতে না পারেন, তাহলে পাথরঘাটাকে দোষ দিয়ে লাভ কি? বামনাকে দোষ দিয়ে লাভ কি? বরগুনার মানুষকে দোষ দিয়ে লাভ কি? দোষীতো আমরা, আপনারা, নিজেরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews