ইরানের ইসফাহানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইহুদিবাদী ভূখণ্ডটির সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে তারা ইসফাহানে একযোগে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শহরটির বিভিন্ন জায়গা থেকে ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা গেছে।

এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার বলেছেন, তিনি ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলা দেখে ‘গভীরভাবে উদ্বিগ্ন’। একইসঙ্গে চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ উত্তেজনার মধ্যে ‘আগুনে ঘি ঢালার’ অভিযোগ এনেছেন।

গত সপ্তাহে ইসরায়েল হঠাৎ করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন না করতে পারে এর দাবিতে এ হামলা করা হয়। তবে ইরান জোর দিয়ে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।

এ উত্তেজনা গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে বিস্তৃত যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছে। এর মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে আবারও আলোচনায় ফিরতে আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেন, ইসরায়েলের হামলার কারণে চলমান পারমাণবিক আলোচনা বাধাগ্রস্ত হয়েছে।

ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক বিস্ময়কর সতর্কবার্তা দিয়েছেন, সবাইকে অবিলম্বে তেহরান থেকে সরে যেতে হবে।

চীন এই মন্তব্যের কঠোর সমালোচনা করে বলেছে, এ ধরনের উসকানিমূলক বার্তা অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল

বিডি প্রতিদিন/একেএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews