শিল্প-সংস্কৃতির এই সময়েও যখন ফ্যাশন দৌড়ে পশ্চিমা ধাঁচ প্রাধান্য পাচ্ছে, তখন সাদিয়ার এই সাজ যেন স্মরণ করিয়ে দেয়, আমাদের নিজস্ব ঐতিহ্যই আসল সৌন্দর্যের ভাষা। তার হাতে সোনালী গয়না, গলায় রাজকীয় নকশার নেকলেস-সব মিলিয়ে নারীত্বের আভিজাত্য ফুটে উঠেছে নিখুঁতভাবে।