অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ব্যাটিংয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়ে সালাউদ্দিন বলেছেন, ‘আমি মনে করি, সে এমন একজন যে পুরো দলকে উজ্জীবিত করে। কারণ, সে অভিজ্ঞ। সে গেল কিছু ম্যাচে রান পাচ্ছিলো না, যেটা আমি আগেই বললাম। কিন্তু তার ওয়ার্ক এথিকস এবং সব সময় ভালো করার চেষ্টা। এই ক্যারেক্টার সে সব সময় ড্রেসিংরুমে দেখায়। আমরা আসলে সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে এমনটাই চাই। এটা একটা অনুপ্রাণিত করার মতো ইনিংস, যা আসলে অন্য ব্যাটসম্যানদের সাহায্য করেছে।’