মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত দিন দিন আরও তীব্র হচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছে চীন। বেইজিংয়ের দাবি, ট্রাম্পের উস্কানিমূলক মন্তব্য ও পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুই জিয়াকুন গতকাল (সোমবার) এক নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্যের কড়া নিন্দা জানান। ট্রাম্প তেহরানে বসবাসরত বিদেশি নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়ার যে আহ্বান জানিয়েছিলেন, তার সমালোচনা করে জিয়াকুন বলেন, "আগুনে ঘি ঢালা, চাপ বাড়ানো এবং হুমকি দিয়ে পরিস্থিতির সমাধান হয় না। বরং এগুলো সংঘাতকে আরও বাড়াবে এবং ছড়িয়ে দেবে।" তিনি জোর দিয়ে বলেন, "সংলাপ ও সমঝোতাই এই অস্থিরতা নিরসনের একমাত্র পথ।"

এদিকে, ইরান ও ইসরায়েল আবারও ব্যাপক হামলা ও পাল্টা হামলায় জড়িয়ে পড়েছে। সোমবার রাতে ইরান তেলআবিবকে লক্ষ্য করে তাদের ইতিহাসের 'সবচেয়ে বড় ও ভয়াবহ' ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে। এই হামলার পরই তেলআবিব এবং এর আশেপাশের এলাকায় জরুরি সাইরেন বেজে ওঠে।

এমন উত্তেজনার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনিকে হত্যা করাই এই সংঘাতের অবসান ঘটানোর একমাত্র উপায় হতে পারে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে তেহরানবাসীকে অবিলম্বে শহর ত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে চান না তিনি।

এই রক্তক্ষয়ী সংঘাতে উভয়পক্ষেই ব্যাপক হতাহতের খবর পাওয়া যাচ্ছে। ইরানে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ২২০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৭০ জন নারী ও শিশু রয়েছে। অপরদিকে, ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে প্রাণ হারিয়েছেন ২০ জন। এই সংঘাত মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews