সুদিন হাতড়ে বেড়াচ্ছেন বাবর আজম। কিছুতেই ফর্মে ফিরতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। সাকুল্যে তিন বল ক্রিজে টিকতে পেরেছেন। এই নিয়ে পাকিস্তানের জার্সিতে ২০তম ‘ডাক’ মারলেন বাবর। এমন হতশ্রী পারফরম্যান্সের পর ‘যথারীতি’ তাকে নিয়ে হাস্যরসে মেতে উঠেছেন নেটিজেনরা।

এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘জিম্বাবুয়ে ছাড়া বাবরের ব্যাটে রান আসে কোথায়?’ আরেকজন লিখেছেন, ‘মেরুন জার্সি দেখে বাবর ভেবেছে সে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছে। অথচ এটা ওয়েস্ট ইন্ডিজ। তাদের বিপক্ষে রান করতে হলে আসলেই ব্যাটিং জানতে হয়!’

জেইডেন সিলসের বলে যেভাবে আউট হয়েছেন বাবর, তা সত্যিই দৃষ্টিকটু। প্রথম বল ছিল আউটসুইং, কোনোভাবে ডিফেন্ড করেন তিনি। দ্বিতীয় বল ছিল সোজা, সেটিও ডিফেন্ড করেন। তৃতীয় বলটি ছিল ইনসুইং, যা সরাসরি বাবরের প্যাডে লেগে অফ স্টাম্প ভেঙে দেয়।

আরও পড়ুন

আরও পড়ুন

এবার ওয়ানডেকেও বিদায় বলে দিচ্ছেন কোহলি-রোহিত!

এবার ওয়ানডেকেও বিদায় বলে দিচ্ছেন কোহলি-রোহিত!

অথচ সিরিজ শুরুর আগে বিপুল আত্মবিশ্বাস কণ্ঠে এনে বাবর বলেছিলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে সবসময় ভালো লাগে। এখানে ব্যাটিং সহজ নয়, কারণ উইকেট বোলারদের অনেক সাহায্য করে।’

তবে আসল পরীক্ষায় ফের ব্যর্থ হলেন বাবর। বছর দুয়েক আগে নেপালের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। এরপর থেকে তিন অঙ্ক আর ধরা দেয়নি তাকে।

প্রসঙ্গত, বাবরের ব্যর্থতার দিনে হেরেছে পাকিস্তান। ৫ উইকেটের জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে স্বাগতিকরা। এর আগে প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় পেয়েছিল ‘মেন ইন গ্রিন’।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews