ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদোন সার বলেছেন, ইরানের সরকার পরিবর্তন করা ইসরাইলের সামরিক অভিযানের উদ্দেশ্য নয়।
তিনি বলেন, অভিযানের ফলে এটি ঘটতে পারে, কিন্তু এটি তাদের লক্ষ্য নয়।
রিশন লেজিওন শহরে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব মন্তব্য করেছেন।
সাংবাদিকদের তিনি বলেন, ইসরাইলের তিনটি লক্ষ্য- প্রথমত ইরানের পরমাণু কর্মসূচির মারাত্মক ক্ষতিসাধন করা। এটি এখনো শেষ হয়নি।
এ ছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ক্ষতি করা তাদের দ্বিতীয় লক্ষ্য বলে জানান তিনি।
আর তৃতীয় লক্ষ্য হলো ইসরাইল রাষ্ট্র নির্মূলের পরিকল্পনার ক্ষতিসাধন করা।
সূত্র : বিবিসি