প্রিয় জোতা,
খুব তাড়াতাড়িই কি সবকিছু হয়ে যাচ্ছিল না! প্রিমিয়ার লিগ জেতা, উয়েফা নেশনস লিগ জেতা কিংবা শৈশবের প্রেমিকার সঙ্গে বিয়ে। কোথাও যাওয়ার যেন খুব তাড়া ছিল তোমার। ফুটবলার কিংবা মানুষ হিসেবে মোটেই অস্থির স্বভাবের ছিলে না। শান্ত ও ঠান্ডা মেজাজের তোমাকে মাঠে নেমেও কখনো তাড়াহুড়া করতে দেখা যায়নি।
চোট ভুগিয়েছে, প্রতিভা ও যোগ্যতা থাকার পরও দিনের পর দিন বেঞ্চে কাটাতে হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর কারণে জাতীয় দলেও বেঞ্চকে করে নিতে হয়েছিল সঙ্গী। কিন্তু কোনো কিছুই লক্ষ্যচ্যুত করতে পারেনি তোমাকে। শান্ত ও স্নিগ্ধ যে হৃদয় তোমাকে গড়ে দিয়েছিল পোর্তোর মাসারেলস (জন্মশহর), সেটা কখনোই তুমি হারিয়ে যেতে দাওনি। যেন কোনো এক সন্তের কাছ থেকে দীক্ষা নিয়ে এসেছিলে। ফলে ফুটবল মাঠের বাইরে কোনো উত্তেজনাতেই ভাঙেনি সেই ধ্যান।