২০২৫-২৬ অর্থবছরের বাজেট বাস্তবায়ন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে পরবর্তী দুই শনিবার (২১ ও ২৮ জুন) সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং এর অধীনস্থ সব দফতর।

বুধবার (১৮ জুন) এনবিআরের দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-১) উম্মে আয়মান কাশেমীর সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, বাজেট সংক্রান্ত কার্যক্রম চলমান থাকায় রাজস্ব আদায়ে সম্পৃক্ত কাস্টমস, ভ্যাট, আয়করসহ এনবিআরের অধীনস্থ অন্যান্য সব দফতর আগামী দুই শনিবার খোলা থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এনবিআরকে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি—এ দুই ভাগে বিভক্ত করার লক্ষ্যে সম্প্রতি একটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ আন্দোলনের মুখে তা কার্যত স্থগিত রয়েছে। এর ফলে চলতি অর্থবছরের শুরুতেই রাজস্ব আহরণে ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে।

এই ঘাটতি কিছুটা হলেও পুষিয়ে নিতে বাজেট কার্যক্রম চলাকালীন অতিরিক্ত সময় কাজে লাগাতে ছুটির দিনেও দফতর চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

রাজস্ব বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘জাতীয় বাজেট বাস্তবায়নের শুরুতে আমরা কোনও ধরনের বিলম্ব বা ঘাটতি দেখতে চাই না। এ কারণে দুই শনিবার দফতর চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার প্রায় ৮ লাখ কোটি টাকা, যার মধ্যে রাজস্ব খাতে আয় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৩৫ হাজার কোটি টাকা। এই লক্ষ্যমাত্রা অর্জনে বাজেটের শুরু থেকেই এনবিআর সক্রিয় ভূমিকা নিতে চাইছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews