জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নিয়ে চলমান বিতর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না। এ পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে।’

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব আয়োজিত ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রপিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাড. রুহুল কবীর রিজভী বলেন, ‘গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের দ্বারা যেন কোনো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। চাঁদাবাজি, দখলবাজির সাথে যেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাম শোনা না যায়। মানুষ যেন আমাদের কোন আচরণে ব্যথিত না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের গত ১৬ বছর দুর্বিষহ দিন গেছে। কোনো তরুণ রাতে ঘুমাতে পারেনি। কারো রক্তাক্ত লাশ তিস্তার পাড়ে, পদ্মার পাড়ে, বুড়িগঙ্গার পাড়ে পড়ে থাকবে তার ঠিক ছিল না। শেখ হাসিনার করাল গ্রাস থেকে কেউ নিস্তার পায়নি। তার ভয়াবহ বিষাক্ত থাবা থেকে গণতন্ত্রমনা কেউ রেহাই পায়নি।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘শহীদ আবু সাঈদ আইনশৃঙ্খলা বাহিনীর তাক করা বন্দুকের সামনে বুক চেতিয়ে আত্মদান করেছিলেন। তার আত্মদানের মধ্য দিয়ে সারাদেশে তীব্র আন্দোলন গড়ে উঠে। অনেক তরুণ-ছাত্রদের হারিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন, ড্যাব মহানগরের আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ, রংপুর মেডিকেল কলেজের আহ্বায়ক ডা. মাহমুদুল হক সরকার, রংপুর জেলা ড্যাবের আহ্বায়ক ডা. খালেকুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. এবিএম মারুফহাসান, লালমনিরহাট ড্যাবের সভাপতি ডা. আব্দুর রাজ্জাক রুবেল, জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য ডা. মো. হাসান আলীসহ অন্যরা। 

বিডি প্রতিদিন/জামশেদ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews