মোস্তাফিজ তাঁকে বিদায় করে দেওয়ার আগেই আরও এক উইকেট পেয়ে গেছে বাংলাদেশ—বিক্রমজিৎ সিংকে ফিরিয়ে দিয়েছেন তাসকিন আহমেদ। দশম ওভারে আবার দুই উইকেট হারালে ইনিংসের মাঝপথে নেদারল্যান্ডস ৬ উইকেটে ৬২।

সেখান থেকে বাকি ব্যাটসম্যানদের করার ছিল সামান্যই। আরিয়ান দত্তের ২৪ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩০ রানের ইনিংসে নেদারল্যান্ডস এক শ পেরোয়। ১৭.৩ ওভারে তারা অলআউট হয় ১০৩ রানে। এমন অল্প রান তাড়ায় নেমে কালও স্বাভাবিকভাবেই বাংলাদেশের লক্ষ্য ছিল, কত দ্রুত ম্যাচটা শেষ করা যায়। ওই পথে ব্যাটসম্যানরা কেমন করেন, দেখার ছিল তা–ও। তানজিদ হাসানের সঙ্গে পারভেজ হোসেনের উদ্বোধনী জুটিই টি–টোয়েন্টি সংস্করণে এখন থিতু। তাঁদের জুটি এদিন ৪০ রানের।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews