বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ফরিদা পারভীন আমাদের এই উপমহাদেশের অন্যতম সংগীত শিল্পী। বিশেষ করে লালন সংগীতে তিনি অদ্বিতীয়। বাংলাদেশের মানুষের তিনি অত্যন্ত প্রিয় শিল্পী। দীর্ঘকাল ধরে তিনি সংগীত জগতে একচ্ছত্র প্রভাব অক্ষুণ্ণ রেখেছেন।

বুধবার (৯ জুলাই) রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন সংগীত শিল্পী ফরিদা পারভীনকে দেখতে গিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল।

হাসপাতালে চিকিৎসাধীন সংগীত শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তার প্রধান সমস্যা হচ্ছে কিডনি। তার সঙ্গে অন্যান্য সমস্যা মিলিয়ে অবস্থা খুবই ক্রিটিক্যাল। হাসপাতাল কর্তৃপক্ষসহ চিকিৎসকরা যথেষ্ট চেষ্টা করছেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তার মতো গুণী শিল্পী, যিনি বিশ্বে সমাদৃত, তার চিকিৎসার জন্য সরকারের বিশেষ বোর্ড গঠন করা উচিত।

দরকার হলে সংগীত শিল্পী ফরিদা পারভীনকে বিদেশে সর্বোচ্চ চিকিৎসা দিতে হবে। এটাই জাতি চায়। তার জন্য প্রধান উপদেষ্টাকে ব্যক্তিগতভাবে হলেও উদ্যোগ নিতে অনুরোধ ও আহ্বান জানান মির্জা ফখরুল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews