মাইক্রোসফট এমন কিছু ফিচারও চালু করছে যা কেবল এআইনির্ভর নয়। ছবি: মাইক্রোসফট

মাইক্রোসফট এমন কিছু ফিচারও চালু করছে যা কেবল এআইনির্ভর নয়। ছবি: মাইক্রোসফট

উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের জন্য বেশকিছু এআই ফিচার আনতে চলেছে মাইক্রোসফট। এর মধ্যে ‘কোপাইলট ভিশন’ নামে একটি এআই টুল রয়েছে যা ব্যবহারকারীর স্ক্রিনের সবকিছু স্ক্যান করতে পারে।

ফিচারগুলো ধীরে ধীরে সব ব্যবহারকারীর জন্যই চালু হচ্ছে তবে কিছু বিশেষ ফিচার শুধু কোপাইলট প্লাস ব্যবহাকারীদের জন্য থাকছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ।

শুরুতে উইন্ডোজ ১১ ব্যবহাকারীরা কোপাইলট অ্যাপের মাধ্যমে কোপাইলট ভিশন ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহারকারীর স্ক্রিনে খোলা থাকা বিভিন্ন অ্যাপ ও ওয়েবপেইজ বিশ্লেষণ করতে পারবে।

ব্যবহারকারী সরাসরি প্রশ্ন করতে পারবেন। এর মধ্যে রয়েছে স্ক্রিনে যা দেখা যাচ্ছে তা নিয়ে জানতে চাওয়া বা নির্দিষ্ট কোনো কাজ কীভাবে করতে হয়, কোনো ছবির আলো উন্নত করা, সে সম্পর্কে পরামর্শ চাওয়া।

মাইক্রোসফট এ ফিচারটির সীমিত সংস্করণ গতবছর পরীক্ষামূলকভাবে চালু করেছিল।

স্ন্যাপড্রাগন-চালিত কোপাইলট প্লাস পিসি ব্যবহারকারীরা এখন সেটিং অ্যাপে এআই-চালিত ‘এজেন্ট’ সুবিধা ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে সাধারণ ভাষায় কোনো নির্দিষ্ট সেটিং খুঁজে পাওয়া যাবে যেমন “আমি সাইলেন্ট মোড চালু করতে চাই” বা “ব্লুটুথ ডিভাইস যুক্ত করো।” যদি এজেন্টটি সেই নির্দিষ্ট কাজটি করতে পারে, তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর হয়ে করার প্রস্তাব দেবে।

এ ছাড়া, মাইক্রোসফট তাদের এআইভিত্তিক ‘ক্লিক টু ডু’ ফিচারটিকে কোপাইলট প্লাস পিসিতে আরও কার্যকর করে তুলছে। এ ফিচারটি উইন্ডোজ কি চেপে ধরে ও একটি অ্যাপ, টেক্সট, ওয়েবসাইট বা অন্য কোনো কনটেন্টে বাম ক্লিক করলে চালু হয়। এটি দ্রুত কিছু কাজ করতে সাহায্য করে, যেমন একটি হাইলাইট করা অনুচ্ছেদের সারাংশ করা।

সর্বশেষ আপডেটের মাধ্যমে ‘ক্লিক টু ডু’ ফিচারে বেশ কিছু নতুন ফিচার এসেছে। এখন ব্যবহারকারীরা রিডিং কোচ টুল ব্যবহার করে পাঠের দক্ষতা ও উচ্চারণ অনুশীলন করতে পারবেন, মাইক্রোসফট ওয়ার্ডে কোপাইলটের সাহায্যে একটি ডকুমেন্টের খসড়া তৈরি করতে পারবেন, এবং টিমস-এ মিটিং শিডিউল করাও সম্ভব হবে।

কোপাইলট প্লাস পিসির জন্য আসছে আরও কিছু ফিচার, যার মধ্যে পেইন্ট অ্যাপে একটি নতুন এআই-চালিত স্টিকার জেনারেটর এবং একটি অবজেক্ট সিলেক্ট টুল, যা ব্যবহারকারীদের ছবির নির্দিষ্ট অংশ আলাদা করে সম্পাদনা করতে সহায়তা করবে।

এ ছাড়া, স্ন্যাপড্রাগন-চালিত কোপাইলট প্লাস পিসিতে ফটোজ অ্যাপে একটি নতুন এআই লাইটিং অপশনও যুক্ত হচ্ছে। একইসঙ্গে স্নিপিং টুলে যুক্ত হচ্ছে ‘পারফেক্ট স্ক্রিনশট’ নামের একটি ফিচার, যা এআই ব্যবহার করে স্ক্রিনের নির্দিষ্ট কনটেন্ট নিখুঁতভাবে ক্যাপচার করতে পারে।

মাইক্রোসফট এমন কিছু ফিচারও চালু করছে যেগুলো কেবল এআইনির্ভর নয় এবং এগুলো সব উইন্ডোজ ১১ পিসিতেই আসবে। যেমন স্নিপিং টুলে একটি সহজ রং বাছাই টুল যুক্ত হচ্ছে। একটি নতুন সিস্টেম চালু হচ্ছে যা স্বয়ংক্রিয়ভাবে হঠাৎ পিসি রিস্টার্ট হওয়ার মত সমস্যাগুলো ঠিক করবে।

মাইক্রোসফট বলছে, আগামী এক মাসের মধ্যেই এসব ফিচার ধাপে ধাপে আসবে। কিছু ফিচার এরই মধ্যে উইন্ডোজের নতুন নন-সিকিউরিটি প্রিভিউ আপডেট এবং মাইক্রোসফট স্টোরে ডাউনলোড করার মত আপডেট হিসেবে পাওয়া যাচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews