শাকিবের সঙ্গে অপুর দেখা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসামাত্রই কেউ কেউ ধারণা করেন, তাঁরা দুজন কি তাহলে আবার এক হচ্ছেন? অপু বিশ্বাস প্রায় সময় রহস্য করে কথা বলেন, মুচকি হেসে বিষয়টি এড়িয়ে যান। এতে ভক্ত–শুভাকাঙ্ক্ষীদের সন্দেহ আরও বাড়ে। তবে এবার একটি সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, তিনি বিবাহিত। কবে কখন কোথায় বিয়ে করেছেন, এ বিষয়ে তাঁর কাছের কেউই স্পষ্ট করে কিছু বলতে পারেননি। অপু বিশ্বাসও বিয়ের প্রসঙ্গটি এভাবেই বলেছেন, ‘আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই। সংসার প্রতিষ্ঠা করতে হলে ফেসবুক পোস্ট লাগে না। কেউ বিশ্বাস করলে করবে, না করলে আমার বোঝানোর সময় নেই।’