নানা প্রতিশ্রুতি ও আশ্বাস নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় জনগণের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। এ সময় তারা নিজেদের জয়ের ব্যপারে আত্মবিশ্বাসের কথা প্রকাশ করেন। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নেন বিএনপির প্রার্থীরা।

মির্জা আব্বাস (ঢাকা ৮) : রাজধানীর ব্রাদার্স ক্লাব মাঠে ধানের শীষের পক্ষে গণ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন মির্জা আব্বাস। গণমিছিলটি ব্রাদার্স ক্লাব মাঠের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-৮ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে রাতে তিনি মগবাজার সেঞ্চুরী আর্কেড এভিনিউ সোসাইটির ভোটারদের সাথে নির্বাচনী আলোচনা, মতবিনিময় সভা ও গণসংযোগ করেন।

এ সময় মির্জা আব্বাস নির্বাচনের সময় নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, উসকানিমূলক পরিস্থিতিতে শান্ত থাকবেন। বিজয় আমাদের প্রান্তে, ইনশাআল্লাহ। কয়েক দিন ধৈর্য ধরুন এবং কোনো চক্রান্তের ফাঁদে পা দেবেন না।

তিনি বলেন, নির্বাচন আদায়ের জন্য বাংলাদেশের জনগণ গত ১৭ বছর লড়াই করেছে। বিএনপির বহু নেতাকর্মী আত্মাহুতি দিয়েছে, সিনিয়র নেতারাও শাহাদাতবরণ করেছেন। দেশের মানুষ দীর্ঘ দিন ভুক্তভোগী হয়েছে। গণতান্ত্রিক অধিকার ছিল না। এটি আমরা আন্দোলন করে অর্জন করেছি। অনেকেই বলেন সাত দিন আন্দোলন করে শেখ হাসিনাকে পরাস্ত করা হয়েছে। কিন্তু ভুলবেন না, এই ১৭ বছরে দেশের জনগণ যে ত্যাগ করেছেন, যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার বিনিময়ে আজকের গণতন্ত্রের অধিকার আমরা অর্জন করেছি।

আমিনুল হক (ঢাকা ১৬) : নির্বাচনী প্রচারণার সপ্তম দিনে মিরপুর সিরামিক ও উত্তর কালশী এলাকায় গণসংযোগ করেন বিএনপির ঢাকা উত্তর সভাপতি আমিনুল হক।

এ দিন সকাল থেকেই তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে ওই এলাকার ঘরে ঘরে যান এবং আগামী দিনের কর্মপরিকল্পনা সংবলিত লিফলেট বিতরণ করেন।

এ সময় আমিনুল হক বলেন, নির্বাচিত হলে কালশী ও মিরপুর এলাকার মানুষের দীর্ঘ দিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবেন। একই সাথে তিনি সব ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

গণসংযোগ পরবর্তী এক পথসভায় আমিনুল হক বলেন, আমি এই এলাকার সন্তান, এখানেই বড় হয়েছি। আমি জানি এই এলাকার মানুষের প্রধান সমস্যা উচ্ছেদ আতঙ্ক। আমি নির্বাচিত হলে এই সাধারণ মানুষের জন্য স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো।

শেখ রবিউল আলম (ঢাকা ১০) : রাজধানীর কলাবাগানে ১৬ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে ঢাকা-১০-এর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন শেখ রবিউল আলম।

এ সময় তিনি বলেন, যুবকদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে রাষ্ট্রের জন্য তাদের ভূমিকা নিশ্চিত করা বিএনপির অঙ্গীকার। শিক্ষিত ও বেকার যুবকদের জন্য ভাতা এবং কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হচ্ছে। বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ বাড়ানো হচ্ছে। আমাদের লক্ষ্য ১৮ মাসে এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা।

তিনি বলেন, দেশের ১৭ বছরে প্রচণ্ড দুর্নীতি ও স্বজনপ্রীতি হয়েছে। সরকারি সেবা জনগণের জন্য নয়, রাজনৈতিক দলের স্বার্থেই পরিচালিত হয়েছে। তিনি বলেন, সেবা কার্যক্রম যদি কার্যকরভাবে পরিচালিত হয় এবং তৎপরতা বাড়ানো যায়, তাহলে অনেক সমস্যা সমাধান হবে। আইনশৃঙ্খাল রক্ষাকারী বাহিনী ইতোমধ্যেই তৎপরতা বৃদ্ধি করেছে। যদি তারা সমর্থিত হয়, পরিস্থিতি আরো উন্নত হবে।

হাবিবুর রশিদ হাবিব (ঢাকা ৯) : খিলগাঁও এক নম্বর ওয়ার্ড জোড়পুকুরপাড় মাঠের কাঠপট্টিতে উঠান বৈঠক করেন হাবিবুর রশিদ হাবিব।

এ সময় তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়। এটি ভোটাধিকার ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আত্মত্যাগের ফসল। এই নির্বাচনে সর্বোচ্চ ভোটার উপস্থিতির মাধ্যমেই শহীদদের রক্তের প্রতি সম্মান জানাতে হবে।

ইশারাক হোসেন (ঢাকা ৬) : ওয়ারী ৩৯ নম্বর ওয়ার্ড এলাকাসহ বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, প্রচারণায় অংশ নিতে সাধারণ মানুষ নিজেরাই নেমে আসছেন। দীর্ঘ দিন ধরে অনেকেই ভোট দিতে পারেননি বলে তারা জানিয়েছেন। এ ছাড়া বড় একটি সংখ্যক নতুন ভোটার যুক্ত হয়েছেন। এই আসনে প্রায় ৫২ শতাংশ নারী ভোটার রয়েছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, প্রচারণার সময় ভোটাররা তাঁকে আশ্বস্ত করেছেন যে তারা তাকে ভোট দেবেন এবং ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এ সময় ভোটাররা তাদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে প্রতিশ্রুতি চাইছেন।

ইশরাক হোসেন জানান, বর্তমানে গ্যাসের সঙ্কট সবচেয়ে বড় সমস্যা হিসেবে সামনে আসছে। তিনি বলেন, যেখানে যাচ্ছেন, সেখানেই এ বিষয়ে অভিযোগ পাচ্ছেন। এ ছাড়া জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন নাগরিক সমস্যার বিষয়ে প্রতিশ্রুতি দেয়ার কথাও জানান বিএনপির এই প্রার্থী।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews