৮৩ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২০ শট, এর ১০টি লক্ষ্যে। তবুও জয় ন্যূনতম ব্যবধানে। শক্তিতে অনেক পিছিয়ে থাকা অ্যান্ডোরার বিপক্ষে এমন পারফরম্যান্সে একদমই খুশি নন টমাস টুখেল। শেষ ২০ মিনিটের খেলায় রীতমত অসন্তুষ্ট তিনি।
বিশ্বকাপ বাছাইয়ে ‘কে’ গ্রুপে শনিবার ১-০ গোলে জিতেছে ইংল্যান্ড। চার ম্যাচে টুখেলের দলের এটি চতুর্থ জয়।
বাছাই পর্বে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি ইংল্যান্ড। সেই অর্থে তেমন কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।
অ্যান্ডোরার বিপক্ষে দ্বিতীয়ার্ধে ৫০তম মিনিটে জালের দেখা পায় ইংল্যান্ড। ননি মাদুয়েকের কাছ থেকে বল পেয়ে দলকে এগিয়ে নেন অধিনায়ক হ্যারি কেইন।
৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চূড়ায় ইংল্যান্ড। ২ ম্যাচে ৩ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে আলবেনিয়া ও লাটভিয়া। অ্যান্ডোরা এখনও কোনো পয়েন্ট পায়নি।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় কেইন বলেন, এই ম্যাচের কথা বেশি কেউ মনে রাখবে না। কোচ টুখেল বললেন, এই খেলায় সন্তুষ্ট নন তিনি।
“ওদের পারফরম্যান্সে আমি খুশি নই। আমি মনে করি, প্রথম ১০-২৫ মিনিটে আমরা ভালো শুরু করেছিলাম। সহজ-কঠিন মিলিয়ে অনেক সুযোগ তৈরি করেছিলাম। এরপর আমরা মোমেন্টাম পুরোপুরি হারিয়ে ফেলি এবং প্রথমার্ধে আর ঘুরে দাঁড়াতে পারিনি।”
“শেষ ২০ মিনিটের খেলা আমি সবচেয়ে বেশি উদ্বিগ্ন। কারণ, যেভাবে আমরা ম্যাচ শেষ করেছি, সেই মনোভাব আমার পছন্দ হয়নি। ওদের চেষ্টার ঘাটতি আমার ভালো লাগেনি এবং সেটা এই উপলক্ষ্যের সঙ্গে মানানসই ছিল না। এটা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। আমরা কাল ওদের বলব, ওদের কাছ থেকে আমরা কী চাই।”