দুর্নীতি ও অনিয়মের মাধ‍্যমে জনভোগান্তি তৈরি করায় আশুলিয়ার সাব-রেজিস্ট্রারের পদত‍্যাগের এক দফা দাবিতে দলিল লেখকরা মিছিল ও কর্মবিরতি পালন করেছেন।

আজ মঙ্গলবার আশুলিয়ার সাব-রেজিস্ট্রার অফিসের সামনে দিনব‍্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। 

দলিল লেখকরা জানান, বড় ধরনের কোন জায়গা বা হাউজিং প্রকল্প বিভিন্ন প্রকল্পের দলিল সম্পাদন করতে গেলেই আশুলিয়ার সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূইয়া পাভেল মোটা অঙ্কের উৎকোচ দাবি করে। এ নিয়ে বিগত সময়ে অনেকবারই কথাকাটাকাটি হয়েছে। তবে তাতে কর্নপাত না করে সেবা গ্রহীতা গ্রাহকদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে। আর এতে দলিল সম্পাদন কম হওয়ায় সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে।

এ থেকে পরিত্রাণ পেতে দ্রুত এ সাব রেজিস্ট্রারের পদত‍্যাগ দাবি করেছেন তারা।

তবে এ অভিযোগ অস্বীকার করেন সাব-রেজিস্ট্রার পাভেল। তিনি দাবি করেন, নিয়মের ভেতরে থাকাতেই তাদের আপত্তি। তবে ক‍্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি তিনি।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews