অবৈধ উৎস থেকে অর্থ নেওয়ার অভিযোগের বিষয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের আরও ১০ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ (এফআইএ)। আর আগে দলটির নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সারকে তলব করা হয়। তবে এই সমন নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির নেতারা।

ডন–এর খবরে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এক মামলার রায়ে জানায়, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অবৈধ উৎস থেকে তহবিল পেয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। এরপর এফএআইয়ের পক্ষ থেকে আসাদ কায়সারকে তলব করা হয়। নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য যাঁদের তলব করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন সিন্ধু প্রদেশের সাবেক গভর্নর ইমরান ইসমাইল, মিয়া মাহমুদ–উর–রশীদ, প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য সিমা জিয়া। গত শনিবার এফএআইয়ের পেশোয়ার অফিস থেকে আসাদকে ১১ আগস্টের মধ্যে হাজির হতে বলা হয়। অন্যদের ১২ ও ১৫ আগস্ট হাজির হতে বলা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews