পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিত বিরাজ করছে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েম করা হয়েছে।

রোববার (৭ আগস্ট) বিকেলে উপজেলার পশু হাসপাতালের সামনের সড়কে এ সংঘর্ষের ঘটান ঘটে।

স্থানীয়রা জানায়, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বোদা পৌরসভা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। অপরদিকে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি একটি মিছিল বের করে। উভয় পক্ষের মিছিল পশু হাসপাতালের সামনে মুখোমুখি হলে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে বিএনপির কর্মীদের বাগ-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপক্ষই একে অপরের দিকে লাঠি সোটা ও ইট-পাটকেল ছুড়লে উভয় পক্ষের ১১ জন আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঠাকুরগাঁও হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকিদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের পর পুরো পৌরসভা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এবং শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

বোদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনজাম পিয়াল বাংলানিউজকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে বাসস্ট্যান্ডের দিকে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামে বাজে স্লোগান দেয় বিএনপির নেতাকর্মীরা। এতে প্রতিবাদ করলে আমাদের ওপর চড়াও হয় তারা। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এদিকে এ অভিযোগ অস্বীকার করে বোদা পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা আফরোজ চিন্ময় বাংলানিউজকে বলেন, তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে একটি মিছিল বের করা হয় বিএনপির পক্ষ থেকে। সেই মিছিলে কোনো কারণ ছাড়াই ছাত্রলীগ কর্মীরা হামলা চালায়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় সংঘর্ষের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আপাতত পরিস্থিতি পুলিশের আয়ত্বে আছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থায় আছে। এদিকে উভয় পক্ষের আহতরা চিকিৎসাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২২
আরএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews