একটু কল্পনার রথ ছোটানো যাক—ধরুন, বাংলাদেশের অমুক জেলা নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে। নিজস্ব সরকার, সংবিধান, পতাকা, জাতীয় সংগীত, মুদ্রা, সশস্ত্র বাহিনী—সবই আছে। কিন্তু পৃথিবীর কোনো দেশ সেই জেলাকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। জাতিসংঘের স্বাধীন দেশের তালিকায়ও নাম নেই। গোটা বিশ্বের চোখে অঞ্চলটি বাংলাদেশেরই অংশ। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় অনেকে সেই অঞ্চলকে বলতে পারেন ‘ডি ফ্যাক্টো’ রাষ্ট্র—অর্থাৎ কার্যত স্বাধীন দেশ, কিন্তু সে স্বাধীনতার স্বীকৃতি নেই।

কল্পনার রথ এখানেই না থামিয়ে বরং আরেকটু গতি বাড়ানো যাক। ধরুন, স্বাধীন হিসেবে দাবি করা সেই জেলার প্রধান শহরের একটি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে। যেনতেনভাবে অংশ নেওয়া নয়, রীতিমতো সেখানে দাপটও দেখায়!

ধরুন, সেই দাপটের ঢেউ দেশের ফুটবলের সীমানা ছাপিয়ে আছড়ে পড়ল এশিয়া মহাদেশের সেরা ক্লাব প্রতিযোগিতা—এএফসি চ্যাম্পিয়স লিগে। অর্থাৎ, দেশের মধ্যে ‘দেশ’ দাবি করা সেই অঞ্চলের ক্লাবটি এ টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করল। আর শুধু যোগ্যতা অর্জন করেই আত্মতুষ্টিতে ভোগেনি, চ্যাম্পিয়নস লিগে অভিষেক ম্যাচে জয়ও তুলে নিল!



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews