টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ক্রিকেট কার্নিভাল আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২২ জুন থেকে শুরু হয়ে জেলা এবং বিভাগ হয়ে ২৬ জুন মিরপুরে শেষ হবে ক্রিকেট কার্নিভালের।
২৬ জুন মিরপুরে ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা আমন্ত্রিত অতিথি হয়ে থাকবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বর্তমান জাতীয় দলের ক্রিকেটাররা শ্রীলঙ্কা সফরে থাকায় তারা এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না।
২০০০ সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা পায় বাংলাদেশ। অভিষেক টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল এখন বিসিবি সভাপতির দায়িত্বে।