বাংলাদেশে ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সংখ্যা এতদিন ছিল ৫৫টি। আজ তিনটি অ্যাসোসিয়েশনকে বিলুপ্ত ঘোষণা করায় সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫২-তে।



জাতীয় ক্রীড়া পরিষদ আজ এক প্রজ্ঞাপনে ঘুড়ি, প্যারা আর্চারি ও খিউকুশিন কারাতে অ্যাসোসিয়েশনকে বিলুপ্ত করেছে।

তবে বিলুপ্ত এসব অ্যাসোসিয়েশনকে তাদের সমগোত্রীয় তিনটি ফেডারেশনের সঙ্গে একীভূত করা হয়েছে।







প্যারা আর্চারিকে যুক্ত করা হয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সঙ্গে, খিউকুশিন কারাতেকে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সঙ্গে এবং বাংলাদেশ ঘুড়ি অ্যাসোসিয়েশনকে যুক্ত করা হয়েছে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের সঙ্গে।

খিউকুশিন কারাতে ও প্যারা আর্চারি অ্যাসোসিয়েশনের জন্ম গত দুই বছরের মধ্যে হলেও, ঘুড়ি অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরেই ছিল। প্রায় দুই দশক আগে প্রতিষ্ঠিত হয়েছিল এটি। যদিও ঘুড়ি উৎসব জনপ্রিয়, তবু ঘুড়ি অ্যাসোসিয়েশনের কার্যক্রম ছিল অনেক দিন ধরেই নিষ্ক্রিয়।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ক্ষমতাবলে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।

তিনটি অ্যাসোসিয়েশন একীভূত হওয়ায় তাদের কাজের পরিধি বাড়বে। তবে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে এদের জন্য আর্থিক বরাদ্দ কিংবা অন্যান্য সুযোগ-সুবিধা কতটা বাড়বে, তা এখনও স্পষ্ট নয়।

এআর/আরইউ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews