লকডাউন উঠে যাওয়ায় এখনো নাট্যপাড়া হিসেবে খ্যাত বাংলাদেশ শল্পকলা একাডেমির মঞ্চ পুরোপুরি চালু হয়নি। তবে নাটকের দলগুলো মঞ্চায়নের জন্য ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে তারা শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষের কাছে মিলনায়তনের ভাড়া মওকুফ এবং বিশেষ প্রণোদনা চেয়েছে। সম্প্রতি দেশের শীর্ষ দুই নাট্য সংগঠন ঢাকা থিয়েটার ও আরণ্যক এ প্রণোদনার দাবীতে নাট্য প্রদর্শনী করবে না বলে জানিয়ে দিয়েছে। আজ জাতীয় নাট্যশালায় অনুষ্ঠান করার জন্য এ দুটো সংগঠন মিলনায়তন বরাদ্দ পেলেও করোনার কারণে দুঃসময়ে পড়া দেশের সকল সাংস্কৃতিক সংগঠনকে বিশেষ প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছে। তবে শিল্পকলার সাড়া না পাওয়ায় প্রতিবাদস্বরূপ নির্ধারিত নাট্য প্রদর্শনী বাতিল করেছে দল দুটি। ঢাকা থিয়েটারের প্রধান নাসির উদ্দিন ইউসুফ বলেন, ঢাকাস্থ শিল্পকলা একাডেমি ও সারাদেশের শিল্পকলার হল ভাড়া মওকুফ না করা ও সকল সাংস্কৃতিক সংগঠনগুলোকে করোনা প্রণোদনা ঘোষণা না দেওয়ার প্রতিবাদে ঢাকা থিয়েটার আজ শিল্পকলায় নাটক মঞ্চায়ন করবে না। করোনা মহামারির কারণে দেশের প্রায় সব সাংস্কৃতিক সংগঠনই আর্থিক সংকটে পড়েছে। এ সমস্যার সমাধান দ্রুত করতে হবে। এদিকে, একই দাবি জানিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। সম্প্রতি তারা সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের কাছে লিখিত চিঠিতে তা জানিয়েছে। ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামী এক বছরের জন্য শিল্পকলা একাডেমির সকল মিলনায়তনের ভাড়া মওকুফ এবং প্রতিটি অনুষ্ঠানের জন্য আয়োজনকারী সাংস্কৃতিক সংগঠনকে ৫ হাজার টাকা বিশেষ প্রণোদনা দেওয়ার আবেদন করছি। আমরা সাংস্কৃতিক চর্চা পূর্বের মতো বেগবান করার সহযোগিতা চাওয়া হচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews