চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন পূর্ব নাছিরাবাদ এলাকায় বেহাত হয়ে যাওয়া প্রায় ১০ কোটি টাকার ১৫ শতক সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ সম্পত্তি উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানার সহকারি পরিদর্শক শুভ্র মুকুলসহ পুলিশ সদস্যরা।  

জানা যায়, সম্পত্তিগুলো অবাঙালি নেছার আহমদ পিং- আবদুল কাদের সাং- অজ্ঞাত পক্ষে বাংলাদেশ সরকারের নামে (সরকারি সম্পত্তি হিসাবে) ৬২৯ নং খতিয়ানে সর্বশেষ বিএস জরিপ চূড়ান্ত আছে। এ জমি নিয়ে ভূমি আপিল বোর্ড (ফুল বোর্ড) মামলা নং- ৪-১৫৫/১৭ তাং- ২০/০৬/২০২২ মূলে সরকার পক্ষে রায় হয়। রায়ের পরও ভূমি দস্যুচক্র এ ভূমিতে নির্মাণ কাজ চালিয়ে যায়। এ সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুকের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। অভিযানে জমির দখল বুঝে নিয়ে সরকারি সম্পত্তি হিসাবে সাইন বোর্ড টাঙ্গিয়ে দেয়া হয়। এ সময় অবৈধ নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, সরকারি জায়গায় অবৈধ অনুপ্রবেশকারী যে হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।  সরকারী খাস জমি উদ্ধারে আমরা তৎপর। জেলা প্রশাসন ইতোমধ্যে ভূমি দস্যুদের কাছ থেকে সরকারের কয়েক কোটি টাকার জমি উদ্ধার করেছে।

বিডি প্রতিদিন/এএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews