দীর্ঘ প্রতীক্ষার পর সেঞ্চুরির দেখা পেলেও, ব্যক্তিগত ১৪৮ রানে থেমেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বড় ইনিংসের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি, তবে ডাবল সেঞ্চুরির স্বপ্ন অধরাই থেকে গেল।

ইএসপিএনক্রিকইনফোর তথ্যানুসারে, ১৯ মাস পর টেস্ট শতকের দেখা পেয়েছিলেন শান্ত। সেঞ্চুরি উদযাপনের সময় তার আগ্রাসী ভঙ্গি ও সুপারম্যানের মতো করে ওড়ার ভঙ্গি নিয়ে নেট দুনিয়ায় আলোচনা চলছিল। সেই উদযাপনের পর তার ব্যাট থেকে আরও রান এলেও, শেষ পর্যন্ত ব্যক্তিগত ১৪৮ রানে তিনি সাজঘরে ফেরেন।

শান্ত যখন ব্যাট করছিলেন, তখন মনে হচ্ছিল তিনি ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দিকেই এগোচ্ছেন। কিন্তু ১৪৮ রানে তার ইনিংসের সমাপ্তি ঘটলে দলের বড় সংগ্রহের আশাতেও কিছুটা ধাক্কা লাগে। তার এই ইনিংসটি দলের জন্য গুরুত্বপূর্ণ হলেও, ব্যক্তিগত মাইলফলক ছুঁতে না পারার আক্ষেপ থেকেই গেল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews