স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, যাঁদের গলায় বড়শি লাগানো, তাঁরা কথা বলবেন না। তিনি নিজেও ৬০ বছর বলেননি। এখন তাঁর বড়শি খুলে নেওয়া হয়েছে। তাই তিনি যতক্ষণ আছেন, কথা বলার চেষ্টা করবেন।

আজ রোববার জাতীয় সংসদে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল-২০২৪ উত্থাপনের আপত্তি জানিয়ে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক (বহিষ্কৃত) সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। তিনি বলেন, স্থানীয় সরকারের ধারণা নস্যাৎ করাই শুধু নয়, স্থানীয় সরকার ব্যবস্থাটি কোনো দিনই কার্যকর করা হয়নি, করতে দেওয়া হয়নি। তিনি আরও বলেন, ‘আমরা যতই গণতন্ত্রের কথা বলি, চেতনা ও চৈতন্যে জাতিগতভাবে আমরা এখনো গণতান্ত্রিক মনোভাবাপন্ন হতে পারিনি।’
লতিফ সিদ্দিকী বলেন, ‘আমার মাঝেমধ্যে মনে হয়, আমরা বঙ্গবন্ধুকে শুধু জিহ্বা থেকে উচ্চারণ করি। অন্তরে অন্য কিছু বিবেচনা করি।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews