খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগটিতে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯১৭ জন।

বৃহস্পতিবার (২৪ জুন) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন পর্যন্ত এ বিভাগের ১০ জেলায় ৪৮ হাজার ৭৯৫ জন আক্রান্ত হিসেবে হয়েছেন। এর মধ্যে ৯১৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৬৭৬ জন।

জানা গেছে, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ৭, ঝিনাইদহে ৩, চুয়াডাঙ্গায় ২, যশোরে ৫, সাতক্ষীরায় ২ এবং মেহেরপুরে একজনের মৃত্যু হয়েছে।

এ বিভাগে গতকাল (২৩ জুন) রেকর্ড সংখ্যক ৩২ জনের মৃত্যু হয়েছে। এর আগেরদিন ২২ জুন (মঙ্গলবার) ভাইরাসটি কেড়ে নিয়েছিলো ২৭টি প্রাণ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews