শওকত আলী ॥ চাঁদপুরে বেদে পল্লীতে ৩শতাধিক গরীব অসহায় ও দুঃস্থ বেদে সদস্যদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শহরের মেঘনা-ডাকাতিয়া নদীর পাড়ে বেদে সদস্যদের মাঝে প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান চাঁদপুর শাখার ব্যবস্থাপনায় বেদে পল্লীতে এক মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়। এতে ক্যাম্পের উদ্বোধন করেন,চাঁদপুর শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন খান। এ সময় ক্যাম্পের পরিচালনায় ছিলেন, চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আহসানুজ্জামান মন্টু। বেদে পল্লীর প্রায় ৩শতাধিক বেদে সদস্যদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ বিতরণে চিকিৎসক হিসেবে চিকিৎসা প্রদান করেন, চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের প্রাক্তন আর.এম.ও ডাঃ মোঃ সিরাজুল ইসলামসহ ৫সদস্যের একটি মেডিকেল টিম। এ সময় বেদে পল্লীর অসহায়, দরিদ্র ও দুঃস্থ রুগীদের এ সেবা দেওয়ায় তারা দারুণভাবে উপকৃত হয়েছে বলে উপস্থিত শত শত বেদেরা জানান। এ মেডিকেল ক্যাম্পের সহযোগিতায় ছিলেন, ফার্মাসিস্ট মোঃ মোস্তফা কামাল ও সুনিল চন্দ্র দত্ত। উল্লেখ্য, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান চাঁদপুরে এভাবে মাঝে মাঝে অসহায় দরিদ্রদের মাঝে বহুবছর যাবৎ ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করে যাচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews