১৯ বছর বয়সে অভিনয়ের একাডেমি থেকে গ্র্যাজুয়েট করেন গ্রেস কেলি। শুরু করেন ব্রডওয়েতে মঞ্চাভিনয়ের জীবন। কিন্তু তাতে খুব যে সাফল্য আসে, তা নয়। ডন রিচার্ডসন নামে গ্রেসের ব্রডওয়ে অভিনয়ের শিক্ষক ও পরিচালক বলেছিলেন, ‘মঞ্চে থাকলে কোনো দিনও সফল হতো না গ্রেস কেলি। ও দেখতে দারুণ, স্টাইলে অনবদ্য, কিন্তু কণ্ঠে জোর ছিল না।’

গ্রেস তাঁর খামতি বুঝতে সময় নেননি। অল্প দিনের মধ্যেই মঞ্চ থেকে সরে গিয়ে হলিউডে নাম লেখান তিনি। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মাত্র। মার্কিন মুলুকে টেলিভিশন আর সিনেমার ব্যবসা ঊর্ধ্বমুখী। গ্রেস ঠিক তখনই নিজের উপস্থিতি জানান দেন হলিউডে। হলিউড তল্লাটে পা ফেলতে না ফেলতেই ১১টি চলচ্চিত্র আর ৬০টিরও বেশি টেলিভিশন প্রডাকশনের কাজ চলে আসে তাঁর। সেই যে শুরু, হলিউডে গ্রেস কেলির এই জয়রথ তখনো কেউ ভাবেনি যে এত জলদি থেমে যাবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews