এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার কোন দলের পক্ষে নয়। এই সংস্কার হচ্ছে বাংলাদেশের পক্ষে।

তিনি বলেন, শেখ হাসিনার গডফাদারদের আমরা উৎখাত করেছি। আর কোন গডফাদার তৈরি হতে দেয়া যাবে না।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের বার্তা নিয়ে, নতুন এক বাংলাদেশের বার্তা নিয়ে কক্সবাজারে এসেছি কক্সবাজারবাসীকে তিনি এনসিপির সাথে চান।

দুপুর পদযাত্রা শেষে কক্সবাজার পাবলিক হল ময়দানে এক সমাবেশে নাহিদ ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এনসিপি পর্যটন শিল্পে সম্ভাবনাময় কক্সবাজারকে একটি আধুনিক কক্সবাজার হিসেবে গড়ে তুলতে চায়। তিনি রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান ডঃ মুহাম্মদ ইউনুস এর প্রতি আহ্বান জানান।

নাহিদ ইসলাম উচ্চকক্ষে পিআর এবং অন্যান্য সংস্কারের পক্ষে সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্য পোষণ করার আহ্বান জানান।

সমাবেশে এনসিপির সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশ বাঁচাতে চাইলে একসাথে লড়াই এবং সংগ্রাম করতে হবে। তাই তিনি বলেন এই মুহূর্তে দরকার বিচার ও সংস্কার।

তিনি আরো বলেন, কক্সবাজারের লবণ শিল্পের সমস্যাগুলো সমাধান করতে হবে। রোহিঙ্গাদের তাদের স্বদেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে।

এনসিপির কক্সবাজার পদযাত্রা দুপুর ১২ টায় শহরের প্রবেশদ্বার বাসটার্মিনাল থেকে শুরু হয়ে ২টার দিকে শহরের পাকলিক হল ময়দানে পৌঁছায়।

এখানে এক সমাবেশে এনসিপি প্রধান নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, নাছির উদ্দিন পাটওয়ারী ও তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এদিকে কক্সবাজারে এনসিপির এই পদযাত্রা ঘিরে পুলিশ,র‍্যাব ও সেনাবাহিনীসহ গোয়েন্দা সংস্থাগুলোর কয়েক স্তরের নিরাপত্তা তৎপরতা ছিল চোখে পড়ার মত।

সমাবেশে কেন্দ্রীয় নেতা সোজাউদ্দিনকে আগামী নির্বাচনে মহেশখালী-কুতুবদিয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews