লাল-সবুজের ফুটবলে নতুনের কেতন উড়ছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা এখন। তার সঙ্গে আছেন ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম ও কানাডা প্রবাসী শমিত সোম। শেষের জন আসবেন আজ ভোরে। ভুটান ম্যাচে খেলা হচ্ছে না তার। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সন্ধ্যা ৭টায়।

২০১৬ সালে ভুটানের কাছে হেরে ১৬ মাস আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনে চলে যায় বাংলাদেশ। শেষবার ভুটানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের একটিতে জয়। পরেরটিতে হেরে যায় বাংলাদেশ। গত বছর সেপ্টেম্বরে প্রথম ম্যাচে ১-০ গোলে জয়। পরের ম্যাচে একই ব্যবধানে হার। এ পর্যন্ত ১৬ বার ভুটানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ১২টিতে জিতেছে লাল-সবুজরা, হেরেছে দুটি এবং ড্রও দুটিতে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে আজ ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। হামজা আসায় চিত্র পালটেছে। মঙ্গলবার বাফুফে ভবনে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভুটান দলের জাপানি কোচ আসুসি নাকামুরা ও অধিনায়ক চেনচো গেইলশেন ঘুরেফিরে হামজার কথাই বললেন।

হামজা চৌধুরী, ফাহামেদুল ইসলাম ও শমিত সোম-প্রবাসী এই ত্রিরত্নে এখন শক্তিশালী দল বাংলাদেশ। তাই ভুটানকে চোখ রাঙিয়ে লড়াই করার আভাস দিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলেন, ‘১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে ভুটানের বিপক্ষে ম্যাচটাও গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা আমাদের সেরাটা দেব।’ 

হামজা আসায় দেশের ফুটবলে জোয়ার এসেছে। সংবাদ সম্মেলনে রেকর্ডসংখ্যক মিডিয়াকর্মীর উপস্থিতি তার প্রমাণ। অনেকে জায়গা না পেয়ে মাটিতে বসে পড়েন। সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে রাখলেন জামাল। পরে এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার গোটা ক্যারিয়ারে এই প্রথম এত সাংবাদিকের উপস্থিতি দেখলাম। এখানে প্রথমে দেখছি এত সাংবাদিক। কিন্তু আমার কষ্ট লাগছে আপনাদের নিচে বসে থাকতে দেখে।’ বাংলাদেশের ফুটবলে ২০১৩ সালে আগমন ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়ার দলে এখন ছয়জন প্রবাসী। কেমন লাগছে? জামালের উত্তর, ‘আমি আসলে খুব খুশি। তখন চিন্তা করেছিলাম আর কেউ যোগ দেবে না। এখন দেখছি সংখ্যাটা বাড়ছে। আমি মনে করি, এতে দেশের জন্য ভালো হবে। অবশ্যই লোকাল যারা আছেন, তারা আরও ভালো খেলবে। উদাহরণ হিসাবে বলা যায়, বিশ্বসেরা ফ্রান্স দলের অধিকাংশ ফুটবলারই প্রবাসী। যারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে।’ কোচ হাভিয়ের কাবরেরার কথা, ‘আমরা চারটি সেশন অনুশীলন করেছি। এর মধ্যে হামজাকে দুই সেশন পেয়েছি। আমার মনে হয় আগামীকাল (আজ) কিছু সময়ের জন্য হামজাকে দেখতে পাবেন আপনারা।’

ভুটানের কোচ আসুসি নাকামুরা বলেন, ‘এক হামজাতেই বদলে গেছে বাংলাদেশ। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দুর্দান্ত একজন ফুটবলার।’ কোচের কণ্ঠে সুর মিলিয়ে অধিনায়ক চেনচোর মন্তব্য, ‘হামজা দারুণ একজন ফুটবলার। সে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews