হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আসছে নতুন এআইচালিত ‘মেসেজ সামারি’ ফিচার, যা অপঠিত (আনরিড) বার্তাগুলোর স্বয়ংক্রিয় সারাংশ তৈরি করে দেখাবে। ব্যবহারকারী চাইলেই এ ফিচারটি চালু বা বন্ধ করতে পারবেন এবং এটি একান্তভাবে তার জন্যই দৃশ্যমান থাকবে। চ্যাটের অন্য কেউ এ সারাংশ দেখতে পাবেন না।

এ ফিচারে ব্যবহৃত হয়েছে মেটার ‘প্রাইভেট প্রোসেসিং’ প্রযুক্তি, যা সম্পূর্ণ নিরাপদভাবে কাজ করে। অর্থাৎ, সারাংশ তৈরি করতে বার্তাগুলো প্রক্রিয়াকরণ হলেও হোয়াটসঅ্যাপ বা মেটা নিজেই কোনো বার্তা পড়ে না বা সংরক্ষণ করে না। বর্তমানে এ ফিচারটি পরীক্ষামূলকভাবে শুধু যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষায় চালু করা হয়েছে। তবে মেটা জানিয়েছে, ২০২৫ সালের শেষ দিকে এটি আরও ভাষা ও দেশে চালু করা হবে।

ব্যবহারকারীরা Settings > Chats > Private Processing মেনুতে গিয়ে এ ফিচারটি চালু বা নিষ্ক্রিয় করতে পারবেন। শুধু সারাংশ নয়, ভবিষ্যতে এই এআই আরও লেখার পরামর্শ, স্মার্ট রিপ্লাই ও কার্যকর যোগাযোগে সহায়তা দেবে, পুরোটা গোপনীয়তার নিরাপত্তা বজায় রেখেই।

টেকপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি কার্যকর ও সময় সাশ্রয়ী সংযোজন। WhatsApp এবার চ্যাটিং অভিজ্ঞতাকে আরও স্মার্ট ও ব্যক্তিগত করে তুলছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews