বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় আটকে পড়া ফ্লাইটটি ঢাকা ছেড়েছে। টানা ৯ ঘণ্টারও বেশি সময় যাত্রী ভোগান্তির পর ঢাকা থেকে রিয়াদগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বেলা পৌনে ১১টার দিকে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেছে।





বিমান কর্তৃপক্ষ বলছে, ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় ফ্লাইট ছাড়তে দেরি হয়েছে। তবে ফ্লাইট ছাড়ার সময় নিয়ে যাত্রী ও বিমান কর্তৃপক্ষ আলাদা তথ্য দিয়েছে।

যাত্রীরা জানিয়েছেন, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময় ছিল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিট। তাদের টিকিটেও ফ্লাইট ছাড়ার এই সময় উল্লেখ ছিল। তবে

বিমান কর্তৃপক্ষ বলছে, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময় ছিল আজ শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিট।

যাত্রীরা জানান, বিজি ০৩৩৯ ফ্লাইটটির যাত্রা শুরুর কথা ছিল গতকাল রাত ১টা ১৫ মিনিটে। কিন্তু ওই সময় ফ্লাইট ছাড়েনি। পরে জানানো হয়, ফ্লাইট রাত ২টা ৩০ মিনিটে ছাড়বে। এরপর আবার সকাল ৬টা ১৫ মিনিটে ফ্লাইট ছাড়বে বলে জানানো হয়। সে সময়ও ফ্লাইট ছাড়েনি। সর্বশেষ মৌখিকভাবে তাদের বলা হয়েছে, ফ্লাইট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ছাড়তে পারে। পরে বেলা পৌনে ১১টার দিকে ফ্লাইট ছেড়ে যায়।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় ফ্লাইট ছাড়তে দেরি হয়েছে। তিনি জানান, ফ্লাইটে যাত্রীসংখ্যা ৩৭৫।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews