সিরাজগঞ্জের কাজিপুরে ধানের শীষের পক্ষে প্রচারণা মিছিল ও সমাবেশ করা হয়েছে।

সোমবার সন্ধ্যার আগে কাজিপুর উপজেলার সোনামুখী বাজারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে সেলিম রেজা বলেন, আওয়ামী লীগ অধ্যুষিত কাজিপুরে ৫৪ বছরের ইতিহাস পরিবর্তন করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক ধানের শীষকে বিজয় করতে হবে। 

তিনি বলেন, নদীভাঙ্গন কবলিত কাজিপুরে উন্নয়নের নামে আওয়ামী লীগ এতোদিন শুধু লুটপাট করেছে। কাজিপুরের মানুষের নিজ উপজেলায় কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। বিএনপি ক্ষমতায় আসলে নারীদের কাজিপুরে কর্মসংস্থান এবং পুরুষদের বেকারত্ব দূর করা হবে। এছাড়াও কাজিপুরকে নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।  

সমাবেশ ও মিছিল সোনামুখী ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলাদলসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews