মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে দারুণ সূচনা হয়েছে বাংলাদেশের। রবিবার প্রথম ম্যাচে নেপালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক দল। তহুরা-মারিয়া-মনিকাদের সামনে এবার ভুটান। সোমবার ভুটানকেও হারাতে পারলে বাংলাদেশের ফাইনাল প্রায় নিশ্চিত। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল সাড়ে ১১টায়। একই মাঠে বেলা আড়াইটায় পরের ম্যাচে মুখোমুখি হবে ভারত-নেপাল।

নেপালের মতো ভুটানও টুর্নামেন্ট শুরু করেছে হার দিয়ে। শিরোপাপ্রত্যাশী ভারতের কাছে ৩-০ গোলে হেরে যাওয়া ভুটানের বিপক্ষে বাংলাদেশ সুস্পষ্ট ফেভারিট। স্বাগতিকদের কোচ গোলাম রব্বানী ছোটন অবশ্য প্রতিপক্ষের শক্তি-সামর্থ্য নিয়ে ভাবতে চাইছেন না, ‘কে দুর্বল আর কে শক্তিশালী তা নিয়ে আমরা ভাবছি না। প্রত্যেক প্রতিপক্ষকে শক্তিশালী মনে করেই মাঠে নামবে আমার দল। আমি সব দলের বিপক্ষে একই ভাবনা নিয়ে মেয়েদের খেলতে বলি। আমার চোখে সব দলই শক্তিশালী, কোনও দলকেই হালকা করে নেওয়ার অবকাশ নেই।’

বড় ব্যবধানে জিতলেও নেপাল ম্যাচ নিয়ে কিছুটা আক্ষেপ কোচের কণ্ঠে, ‘আমাদের সুযোগ কাজে লাগাতে হবে। প্রথম ম্যাচে আমরা অনেক সুযোগ পেয়েছিলাম। সেগুলো কাজে লাগাতে পারলে জয়ের ব্যবধান অনেক বড় হতো। আমাদের দুর্ভাগ্য, একাধিক প্রচেষ্টা পোস্টে লেগেছে। ভুটানের বিপক্ষে আমরা নিজেদের স্বাভাবিক খেলাই খেলবো।’

বাংলাদেশের আক্রমণভাগের ‘ত্রিরত্ন’ তহুরা-মারিয়া-মনিকা। ছবি-বাফুফেভুটান সম্পর্কে তার মূল্যায়ন, ‘ভারতের বিপক্ষে ভুটান দ্বিতীয়ার্ধে ভালো খেলেছে। শুরুতে তিন গোল খেলেও পরে আর গোল খায়নি। দ্বিতীয়ার্ধে ওরা গোলের চেষ্টা করেছে। এমনকি ওয়ান টু ওয়ান পজিশনেও ভুটান গোল করতে পারেনি। তাই ওদের বিপক্ষে সতর্ক হয়ে খেলতে হবে আমাদের।’

২০১৫ সালে অনূর্ধ্ব-১৪ এএফসি আঞ্চলিক পর্বে ভুটানকে ১৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। ছোটন অবশ্য ওই ম্যাচ নিয়ে ভাবছেন না, ‘নেপালে সেই প্রতিযোগিতায় আমরা ভুটানের বিপক্ষে ১৬ গোলে জিতেছিলাম। তবে আমরা বর্তমান নিয়ে ভাবছি। দ্বিতীয় ম্যাচ জিততে পারলে ফাইনাল ৮০ ভাগ নিশ্চিত। বড় ব্যবধানে জিতে মাঠ থেকে ফিরতে চাই।’

ভুটান কোচ সুং জি লি’র চোখে বাংলাদেশ টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। তার কথা, ‘ভারতের চেয়েও বাংলাদেশ শক্তিশালী দল। স্বাগতিকরা সবদিক দিয়ে এগিয়ে, তাদের ভালো করার সম্ভাবনা বেশি। আমাদের দলটি নতুন, মাত্র দুই-তিন জনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তবু মাঠে আমাদের চেষ্টার ত্রুটি থাকবে না।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews