অবশেষে নতুন একটি চলচ্চিত্র দিয়ে শোবিজে ফিরছেন নাজিফা তুষি। রায়হান রাফির ‘আন্ধার’-এর নায়িকা হয়ে পর্দায় আসছেন তিনি। তার বিপরীতে রয়েছেন সিয়াম আহমেদ। সিয়াম-তুষিকে নিয়ে নির্মিতব্য বিগ বাজেটের ‘আন্ধার’ মূলত ভৌতিক ঘরানার চলচ্চিত্র। যদিও রাফি ছবিটি নিয়ে এখনো ঝেড়ে কাশছেন না। এদিকে ‘আন্ধার’-এ যুক্ত হওয়া প্রসঙ্গে তুষি বলেন, ‘আর্টিস্ট চাইলেই অনেক কিছু বলতে পারেন না, আমাদের অনেক নিয়মের ভিতর থাকতে হয়। আপাতত কিছু বলতে পারব না, যা বলার টিম এবং পরিচালকই বলবেন।’ সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। ‘আন্ধার’-এর গল্প লিখেছেন সাইদুস সালেহীন সুমন, শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। সেপ্টেম্বর থেকে শুটিং শুরুর কথা রয়েছে। ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে দুই ঈদের বাইরে। উল্লেখ্য, লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার আপ হওয়ার পর নাজিফা তুষির বড়পর্দায় অভিষেক হয় ২০১৬ সালে ‘আইসক্রিম’ চলচ্চিত্র দিয়ে। তবে প্রথম ছবির ব্যর্থতা এবং পরবর্তীতে দীর্ঘ বিরতির পর ২০২২ সালে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমায় ‘গুলতি’ চরিত্রে অভিনয় করে দর্শক এবং সমালোচকদের নজরে আসেন তিনি। এরপর করেছেন সরকারি অনুদানের সিনেমা ‘সখী রঙ্গমালা’ (মুক্তি প্রতীক্ষিত), ওটিটিতে ‘ডার্ক সাইড অব ঢাকা’, ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘সিন্ডিকেট’।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews