ফাহাদ ফাসিল, মালয়ালাম সিনেমার গুণী অভিনেতা। অসাধারণ অভিনয় আর সাধারণ জীবনযাপনের জন্য তিনি জনপ্রিয়। এত সাফল্য পাওয়া সত্ত্বেও এই অভিনেতা মাটিতে পা রেখে চলেন। বিশেষকরে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার কারণে তিনি বেশ আলোচিত ভক্তদের মাঝে। মজার বিষয় হল, এই অভিনেতার কোনও স্মার্টফোন নেই।

১৬ জুলাই ফাহাদ তার আসন্ন সিনেমা ‘মলিউড টাইমস’কে কেন্দ্র করে আয়োজন করা একটি পূজার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে ৪২ বছর বয়সি অভিনেতাকে একটি কিপ্যাড ফোন ব্যবহার করতে দেখা গেছে। তবে, ফোনটির ডিজাইন সাধারণ মনে হলেও, এটি সাধারণ নয়।

ফাহাদ ফাসিল যে মডেলটি ব্যবহার করেছেন তা যুক্তরাজ্য-ভিত্তিক বিলাসবহুল মোবাইল ফোন কোম্পানি ‘ভার্টু’ তৈরি করেছিল। ডিভাইসটি ছিল একটি অ্যাসেন্ট রেট্রো ক্লাসিক কিপ্যাড ফোন, যার দাম ১১,৯২০ মার্কিন ডলার অর্থাৎ ১০ লক্ষ রুপিরও বেশি।

View this post on Instagram

A post shared by Effin M (@chronograph_2022)

ভার্টুর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, মডেলটি স্টক আউট এবং এর উৎপাদন বন্ধ আছে। এই মডেলটি ২০০৮ সালে বাজারে আসে।

অর্থাৎ, ১৭ বছর ধরে ফাহাদ একই ফোন ব্যবহার করে চলেছেন!

কেন সোশ্যাল মিডিয়ায় ফাহাদ ফাসিল নিজের সিনেমার প্রচারণা চালান না, এমন প্রশ্নে ২০২৩ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার কখনও কোনও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছিল না। আমি আমার কলেজের দিনগুলিতে ফেসবুকে ছিলাম এবং এটুকুই। আমি সোশ্যাল মিডিয়ার চেয়ে ব্যক্তিগতভাবে মানুষের সাথে যোগাযোগ করতে পছন্দ করি। আমি সবসময় এইরকম ছিলাম এবং আমি নিজেকে পরিবর্তন করতে চাই না।’

উল্লেখ্য, ‘মলিউড টাইমস’ ছাড়াও ফাহাদ ফাসিলের আরও কয়েকটি সিনেমা আসন্ন মুক্তির তালিকায় রয়েছে। এর মধ্যে রয়েছে ‘মারিসান’, ‘ওদুম কুথিরা চাদুম কুথিরা’, ‘কারাতে চন্দ্রন’ এবং ‘প্যাট্রিয়ট’।

সূত্র: এনডিটিভি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews